“আমাদের বাহিনী গর্বিত করেছে গোটা দেশকে”, বুধবার একটি অনুষ্ঠানে এমনটাই বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
ছয়টি রাজ্য ও দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে সীমান্ত সড়ক সংস্থার (BRO) ৫০টি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ‘ভারত মাতার জয়’ ধ্বনি দিয়ে শুরু করেন নিজের বক্তব্য। তিনি বলেন, “আপনারা জানেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সশস্ত্র বাহিনী এমন এক কাজ করেছে, যা গোটা দেশকে গর্বিত করেছে।” তিনি আরো বলেন, “আমরা শুধু তাদেরই মেরেছি, যারা আমাদের নিরীহ নাগরিকদের নৃশংস খুন করেছে”।
নতুন করে বলার নয়, ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটেরাজনাথ সিং-এর এই বক্তব্য । মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনা, নৌবাহিনী ও বায়ুসেনা একযোগে একটি ঐতিহাসিক অভিযান চালায় পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলির উপর। এই প্রিসিশন স্ট্রাইক হয় রাত ১টা ৪৪ মিনিটে।
এই পদক্ষেপ ছিল ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যুত্তর, যেখানে ২৬ জন নিরীহ নাগরিক নিহত হন। ভারতীয় বাহিনী মোট ৯টি স্থানে হামলা চালায়, যেগুলি জঙ্গি কার্যকলাপ পরিকল্পনা ও পরিচালনার ঘাঁটি ছিল।
এই অভিযানের নাম রাখা হয় ‘অপারেশন সিঁদুর’—যা সেই সমস্ত নারীদের প্রতি শ্রদ্ধার প্রতীক, যারা পহেলগাঁও হামলায় স্বামীকে হারিয়েছেন।