কলকাতা: দুর্গাপুজো থেকে কালীপুজো- পিছু ছাড়েনি বৃষ্টি। উৎসবের মরশুমের শেষের দিকে ভাইফোঁটাতেও কি বৃষ্টি হবে?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সেটাও শুধুমাত্র দার্জিলিঙে হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুধু তাই নয়, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কোনো জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস নেই।
কলকাতা-সহ বিভিন্ন জেলার তাপমাত্রা অনেকটা কমেছে। দিনের ও রাতের তাপমাত্রা আরও কমবে বলে মৌসম ভবন সূত্রে খবর। তা হলে কি বঙ্গে শীতের প্রবেশ ঘটতে চলেছে? পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন এবং রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। জেলায় অবশ্য ভোরের দিকে একটা শিরশিরে ভাব অনুভূত হবে। তা বেশিক্ষণ স্থায়ী হবে না।
আরও পড়ুন: রাজ্য টাকা বন্ধ করেনি, এনসিসি-র অনুদান বিতর্কে মুখ খুললেন চন্দ্রিমা ভট্টাচার্য