কলকাতা: স্বাভাবিকের থেকে কিছুটা বেড়ে গেছে সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার যা বেড়েছিল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন এ রকমই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতায় ঠাণ্ডা প্রায় নেই বললেই চলে। দিনের বেলা রোদ উঠলে ঝলমলে আবহাওয়ায় ঠাণ্ডা সে ভাবে বোঝাই যাচ্ছে না। আর সন্ধ্যার দিকে হালকা হিমেল পরশ লাগছে গায়ে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার থেকেই শহর ও জেলার তাপমাত্রায় ফারাক লক্ষ্য করা যাবে। বেশ কিছুটা কমবে বঙ্গের তাপমাত্রা। তবে বুধবার পর্যন্ত যদিও দিন ও রাতের তাপমাত্রা খানিকটা ঊর্ধ্বমুখী রয়েছে। তবে সপ্তাহের শেষে আবার ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের মতে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রোদে বেশ গরম অনুভূত হবে। তবে ভোরের দিকে এবং রাতের দিকে তাপমাত্রা দিনের বেলার তুলনায় অনেকটা কমবে। ভোরে এবং রাতের দিকে হালকা ঠাণ্ডা অনুভূত হবে।
ইতিমধ্যেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলায়। ভোরের দিকে রয়েছে শিরশিরানি। আবার রাতের দিকে বইছে ঠান্ডা হাওয়া। ২০ ডিগ্রির নীচে পারদ রয়েছে শহর এবং শহরতলিতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জাঁকিয়ে শীত পড়তে আর খুব বেশি দেরি নেই বলেই অনুমান করা হচ্ছে।