কখনো মেঘ কখনো আবার ঝেঁপে নামছে বৃষ্টি সকাল থেকেই রোদ-বৃষ্টির খেলা চলছে কলকাতায়। দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তেমন বৃষ্টির এখনও হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী থেকে অতিভারী বর্ষণ চলছে উত্তরবঙ্গে।
রবিবার সারাদিনই আকাশ মেঘলা থাকবে। আগামী ১-২ ঘণ্টার মধ্যে এই রাজ্যের রাজধানী কলকাতার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গল ও বুধবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২ দিন হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়ির পাশাপাশি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: শুভেন্দুর গ্রেফতারের দাবিতে সোচ্চার তৃণমূল, সল্টলেক সিজিও কমপ্লেক্স সহ তিন জায়গা অবস্থান কর্মসূচি