273
রাজ্যের মাথার উপরে ফের একবার পশ্চিমী ঝঞ্ঝার আস্ফালন, আর তারই প্রভাবে ফের রাজ্যে বৃষ্টির জোরদার সম্ভাবনা দেখা দিয়েছে। এই কারণেই আগামী দু’দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুক্রবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা আবার কমতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর।
আগামী কয়েকদিনে ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পরে ঠান্ডার পরিমাণ বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।
বৃহস্পতিবার কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।
দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।