প্রথম পাতা খবর কুয়াশায় মুখ ঢাকল শহর কলকাতা, বিমান চলাচলে বিলম্ব

কুয়াশায় মুখ ঢাকল শহর কলকাতা, বিমান চলাচলে বিলম্ব

339 views
A+A-
Reset

সোমবার সকালের কলকাতাকে এক ঝলক দেখলে মনে হবে যেন শীতের সকাল। ঘনও কুয়াশার চাদরে মুখ ঢেকে ফেলেছে মহানগরী। আবহাওয়ার দৃশ্যমানতা কমে গিয়ে হয়ে যায় ৫০ মিটারেরও কম।

আর দৃশ্যমানতা এতটা কম হওয়ার কারণে ব্যাহত হয় বিমান চলাচলও। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন দৃশ্যমানতা কম থাকার কারণে ভোর থেকে বেশ কিছু বিমান ছাড়তে দেরি হয়।

সপ্তাহের শুরুতেই শহর জুড়ে ভোরের এই কুয়াশা দেখে অনেকেই ভাবতে শুরু করেন তবে কী ফের আরও একবার ফিরছে শীত! এমন ভাবনার পেছনে রয়েছে রবিবার রাতে হঠাৎ করেই তামমাত্রার পতন। এই দুই এর যোগফল হিসেবে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তাহলে ফের কি ফিরছে শীত?

যদিও এমন ভাবনায় জল ঢেলেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, তাপমাত্রার এই ওঠানামা চললেও বাংলার বুকে এবার আর শীত ফিরে আসবার কোনও সম্ভাবনাই নেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.