ডিসেম্বরের ময়দানে। ছবি: হর্ষিত বন্দ্যোপাধ্যায়
কলকাতা: বুধবার কমল শীত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনকয়েক আগেই শুরু হয়েছে শীতের মরশুম। তবে হাওয়া অফিস বলছে, ডিসেম্বরে শীত বাড়ার বদলে বাড়বে তাপমাত্রা। অর্থাৎ ব্যাঘাত ঘটবে শীতে!
মাঝ ডিসেম্বরে রাজ্যে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায়ও বৃষ্টির ইঙ্গিত পাওয়া গেছে।
অন্য দিকে রাজ্যের কোথাও ঘন কুয়াশার পূর্বাভাস নেই। হাওয়া অফিস আগেই সাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।