কলকাতা: রাতারাতি শীতের আমেজ ফিরে এল কলকাতায়। গত বুধবার দুপুরেও ছিল গলদঘর্ম অবস্থা। তবে সন্ধ্যের পর বদলাতে শুরু করে আবহাওয়া। বৃহস্পতিবার সকালে পারাপতন হয়ে রাতারাতি শীতের আমেজ ফিরে এল কলকাতায়।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ।
উল্লেখযোগ্য ভাবে, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে কাল রাতারাতি তাপমাত্রা নেমে আজ ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনও তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও কিছুটা পারাপতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও কাল পারদ নামলেও, শনি ও রবিবার তাপমাত্রা বাড়তে পারে। ফলে বছর শেষ ও বর্ষবরণে শীতের আমেজ বজায় থাকলেও, জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা কম।