কলকাতা: বোধহয় একেই বলে, মড়ার উপর খাড়ার ঘা। শেষ কয়েকদিন ধরে তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। এরই মধ্যে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে বর্ষার আগমনে বিলম্ব ঘটতে পারে।
উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের পথে দেরি হবে বর্ষার। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা কম। বুধবার, ১২ জুনের আগে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া বাকি দক্ষিণবঙ্গেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় বৃষ্টি হলেও তাতে অস্বস্তি কমবে না বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে খুব গরম থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহ চলবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে যথেষ্ট গরম থাকবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।