প্রথম পাতা খবর আকাশ ঝেঁপে বৃষ্টিতে বানভাসি কলকাতা ও পার্শ্ববর্তী শহরাঞ্চল, দুর্যোগ আরও বৃদ্ধির আশঙ্কা

আকাশ ঝেঁপে বৃষ্টিতে বানভাসি কলকাতা ও পার্শ্ববর্তী শহরাঞ্চল, দুর্যোগ আরও বৃদ্ধির আশঙ্কা

331 views
A+A-
Reset

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারা দিনই দফায় দফায় বৃষ্টি চলবে, বলছে আবহাওয়া দফতর!

ডেস্ক: রবিবার শুরু হওয়া বৃষ্টি আরও বেড়েছে সোমবার ভোর ৩টের পর থেকে থেকে। দফায় দফায় বৃষ্টিতে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল কার্যত বানভাসি। এ ভাবেই সারাদিনই এমন দুর্ভোগ চলতে থাকবে বলে জানাল আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। এর জেরেই বেড়েছে বৃষ্টির দাপট। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারা দিনই দফায় দফায় বৃষ্টি চলবে।

জানা গিয়েছে, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টির তীব্রতা যথেষ্ট বেশি ছিল। ক্যানিংয়ে ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, ডায়মন্ড হারবারে হয়েছে ৮৩ মিলিমিটার।

পাশাপাশি ধাপায় বৃষ্টি হয়েছে ১৩৬ মিলিমিটার , উল্টোডাঙায় ১১৬ মিলিমিটার, কালীঘাটে ১১৫ মিলিমিটার, তপসিয়ায় ১১৩ মিলিমিটার এবং বালিগঞ্জে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় সে ভাবে উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি।

এ দিকে নাগাড়ে বৃষ্টির জেরে জল জমেছে কলকাতা এবং পার্শ্ববর্তী শহরাঞ্চলগুলির অনেক জায়গায়। বিভিন্ন বাজারে দোকানিদের দেখা নেই। অনেক জায়গায় রাস্তার ধারে অস্থায়ী বাজারগুলিও বসার সুযোগ পায়নি। রাস্তায় যানবাহনের সংখ্যাও কম। সব মিলিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

[আরও পড়ুন: রাজ্যের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ ধনকড়ের]

আশার কথা, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হলেও বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। কিন্তু মাঝের সময়টুকু দুর্ভোগ পোহাতেই হবে!

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.