কলকাতা: ওডিশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হয়েছিল একটি নিম্নচাপ। আর এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছিল। তবে বাংলার উপকূলের অনেকটাই নীচে রয়েছে এই নিম্নচাপ। সে কারণেই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করা হচ্ছে।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, নিম্নচাপটি ওড়িশা থেকে ধীরে ধীরে ছত্তীসগঢ়ের দিকে সরে যাচ্ছে। ফলে খুব বেশি বৃষ্টি হবে না বাংলায়। আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ফের একবার হাওয়া বদলের সম্ভাবনা বাংলায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার আপাতত কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা।