প্রথম পাতা খবর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য অন্তর্বর্তী বাজেট, ২০২১-এর মতো মুখ্যমন্ত্রীই কি পেশ করবেন?

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য অন্তর্বর্তী বাজেট, ২০২১-এর মতো মুখ্যমন্ত্রীই কি পেশ করবেন?

11 views
A+A-
Reset

বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে এটিই হবে বর্তমান সরকারের শেষ অধিবেশন এবং এই অধিবেশনেই পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। রাজ্য সরকারের তরফে বাজেট পেশ করার কথা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-র। তবে ২০২১ সালের নির্বাচনের আগে যেমন মুখ্যমন্ত্রী নিজে বাজেট পেশ করেছিলেন, তেমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না বিধানসভা সচিবালয়।

এই অধিবেশন সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন। প্রশ্নোত্তর পর্ব, উল্লেখপর্ব এবং একাধিক সরকারি ও বেসরকারি প্রস্তাবের উপর আলোচনা হবে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়ার সম্ভাবনাও রয়েছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান—এই পাঁচটি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও খাদ্যসাথী প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির ইঙ্গিতও মিলেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অন্তর্বর্তী বাজেট কার্যত সরকারের ‘রিপোর্ট কার্ড’। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল নিয়োগ দুর্নীতি, আইনশৃঙ্খলা ও আর্থিক পরিস্থিতি নিয়ে সরকারকে আক্রমণ করতে পারে। সব মিলিয়ে ভোটের আগে এই বাজেট অধিবেশন রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.