প্রথম পাতা খবর গড় আয়ের দৌড়ে দেশকে পিছনে ফেলছে পশ্চিমবঙ্গ? সমীক্ষায় চমকে দেওয়ার মতো তথ্য উঠে এল

গড় আয়ের দৌড়ে দেশকে পিছনে ফেলছে পশ্চিমবঙ্গ? সমীক্ষায় চমকে দেওয়ার মতো তথ্য উঠে এল

60 views
A+A-
Reset

মাসের শুরুতে বেতন ব্যাংকে ঢোকার পর অনেকেই আক্ষেপ করেন—টাকা কোনও দিনই ‘বেশি’ হয় না। কিন্তু সাম্প্রতিক এক সমীক্ষা দেখাচ্ছে, দেশের আর্থিক বাস্তবতায় এক অভিনব ছবি ফুটে উঠেছে। গড় আয়ের নিরিখে প্রায় সব রাজ্যকে পিছনে ফেলে পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে, দাবি করা হয়েছে সেই রিপোর্টে।

সমীক্ষা অনুযায়ী, ভারতে একজন মানুষের মাসিক গড় আয় ৮,০০০ টাকা থেকে ১,৪৩,০০০ টাকার মধ্যে। বার্ষিক গড় আয় ধরা হয়েছে ₹৯,৪৫,৪৮৯। আর এই অঙ্কের ভিত্তিতে রাজ্যগুলির অবস্থান বিচার করলে দেখা যাচ্ছে—পশ্চিমবঙ্গের মাসিক গড় আয় ₹২০,২১০, যা মহারাষ্ট্র, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কেরল-সহ একাধিক রাজ্যকে পিছনে ফেলছে। এদের অনেকগুলিতেই রয়েছে বিজেপি শাসিত ‘ডবল ইঞ্জিন সরকার’।

সবচেয়ে কম গড় আয় রেকর্ড হয়েছে লাক্ষাদ্বীপে, যেখানে মাসিক গড় রোজগার মাত্র ₹১৪,২৬০

বয়স অনুযায়ী আয়ের হিসেব

সমীক্ষায় বয়সভিত্তিক মূল্যায়নে দেখা যাচ্ছে—

  • ৩৫-৪৪ বছর বয়সীরা সবচেয়ে বেশি আয় করেন
  • এরপর রয়েছে ৪৫-৫৪ বছরের বয়সগোষ্ঠী
  • ২৫-৩৪ বছর বয়সীদের আয় তুলনামূলক কম
  • কেরিয়ারের শুরুতেও নয়, শেষলগ্নেও নয়—মধ্য বয়সেই আয়ের চূড়ায় পৌঁছনো যাচ্ছে বেশি

এ থেকেই স্পষ্ট, কর্মজীবনের শুরুতে এবং অবসরের মুখে রোজগার তেমন বাড়ছে না, বরং সবচেয়ে স্থিতিশীল ও উচ্চ আয় হয় মধ্যবয়সী জনগোষ্ঠীর ক্ষেত্রে।

লিঙ্গভিত্তিক আয় বৈষম্য

সমীক্ষার আর একটি বড় দিক লিঙ্গভিত্তিক রোজগারের ফাঁরাক—

  • পুরুষদের বার্ষিক গড় আয়: ₹১৯,৫৩,০৫৫
  • মহিলাদের বার্ষিক গড় আয়: ₹১৫,১৬,২৯৬

অর্থাৎ কর্মক্ষেত্রে এখনও লিঙ্গভিত্তিক বেতন ফারাক স্পষ্ট

‘গ্লাসডোর’-এর সমীক্ষায় উঠে আসা এই তথ্য ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে আয় বৃদ্ধির ইঙ্গিত দিলেও, বৈষম্য এখনও থেকেই গেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সমীক্ষার সারমর্ম

  • পশ্চিমবঙ্গ দেশের মধ্যে গড় আয়ের দৌড়ে এগিয়ে
  • বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আয় বাড়লেও শেষদিকে স্থিতি নেমে আসে
  • পুরুষ ও মহিলাদের আয়ের ব্যবধান এখনও উল্লেখযোগ্য
  • কম আয় এবং বেশি আয়ের রাজ্যের মধ্যে ফারাক গভীর হচ্ছে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.