কলকাতা : লোকসভা নির্বাচন শেষ হতেই আবারও ভোট! আগামী ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।
উপনির্বাচন হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদায় বিশ্বজিৎ দাস ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে। অন্য দিকে, রাজ্য়ের মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে বিধায়কশূন্য রয়েছে মানিকতলা কেন্দ্রটি।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২১ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২৪ জুন স্ক্রুটিনি হবে। ১০ জুলাই ভোট। ১৩ জুলাই ভোটের গণনা। ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে।
রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদার তিন বিধায়ক ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতেছিলেন বিজেপির প্রতীকে। কিন্তু পরে তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এ বারের লোকসভা ভোটে তাঁদের প্রার্থী করেছিল তৃণমূল। তিনজনই পরাজিত হয়েছেন।