কলকাতা: বুধবার ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচনের। নির্বাচন কমিশন সূত্রে খবর, এ দিন দুপুর দুপুর ১টা পর্যন্ত বাংলার ছয় আসনে ভোট পড়ল ৪৫ শতাংশের বেশি।
শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। অশান্তি এড়াতে বুথ এবং স্ট্রংরুমের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ঠিক কত সংখ্যক বাহিনী প্রয়োজন, তা আগেই নির্ধারণ করে দিয়েছিল কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত বাংলার এই ছয়টি আসনে গড়ে ৪৫.৫৯ শতাংশ ভোট পড়েছে। নির্দিষ্টভাবে সিতাইতে ৪৫ শতাংশ, মাদারিহাটে ৪৬.১৮ শতাংশ, তালড্যাংরাতে ৪৮ শতাংশ, মেদিনীপুরে ৪৬.২৪ শতাংশ, নৈহাটিতে ৩৯.৭৫ শতাংশ এবং হাড়োয়াতে ৪৭.১ শতাংশ ভোট পড়েছে।
ভোটগণনার তারিখ ২৩ নভেম্বর।