প্রথম পাতা খবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ, মোতায়েন ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ, মোতায়েন ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

275 views
A+A-
Reset

মানিকতলা বিধানসভায় নজিরবিহীন কড়া ব্যবস্থা আধা সামরিক বাহিনীর। ছবি: রাজীব বসু

কলকাতা: আজ, বুধবার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোটগ্রহণ চলছে নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। 

চারটি আসনে মোট ১০৯৭টি বুথে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

চার কেন্দ্রের পর্যবেক্ষক হিসাবেও নিয়োগ করা হয়েছে ভিন রাজ্যের দুঁদে আধিকারিকদের। কলকাতার মানিকতলা কেন্দ্রে সাধারণ পর্যবেক্ষক হিসাবে পাঠানো হচ্ছে হরিয়ানার আইএএস আধিকারিক অজিত বালাজি যোশীকে। এই কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক সিকিমের আইপিএস আধিকারিক মনোজ বর্মা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রে সাধারণ পর্যবেক্ষক হিসাবে উত্তরপ্রদেশ সরকারের বিশেষ সচিব ভূপেন্দ্র সিং চৌধুরী। এই কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক মধ্যপ্রদেশের ডিআইজি পদমর্যাদার আধিকারিক আর আর এস পরিহার। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে সাধরণ ও পুলিশ পর্যবেক্ষক করা হয়েছে যথাক্রমে হিমাচন প্রদেশের আশিস সিংমার ও বিহারের ড. ইমাম উল হক মেঙ্গনুকে। বাগদা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক তামিলনাডুর আইএএস আধিকারিক সিএন মহেশভরন ও পুলিশ পর্যবেক্ষক পাঞ্জাব পুলিশের সুখবন্ত সিং গিল।

তৃণমূল মানিকতলায় প্রার্থী করেছে প্রয়াত সাধনের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। বাগদায় ঠাকুরবাড়ির সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। দুই দলবদলু— রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী এবং জোড়াফুল চিহ্নে প্রার্থী।

এ বার বিজেপির টিকিটে কলকাতার মানিকতলায় লড়ছেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। মতুয়া অধ্যুষিত উত্তর ২৪ পরগনার বাগদায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস। মতুয়াদের আধিক্য থাকা নদিয়ার রানাঘাট দক্ষিণ আসনে পদ্মশিবির প্রার্থী করেছে মনোজকুমার বিশ্বাসকে। উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানসকুমার ঘোষকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.