সারা দেশের সঙ্গে সঙ্গে করোনার নতুন অবতার ওমিক্রন আতঙ্ক জাগাচ্ছে বাংলার বুকেও। প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে তবে কী ফের একবার লকডাউনের পথে হাঁটবে বাংলা! এটাই এখন বাংলার মানুষের প্রশ্ন। তবে বাংলার মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, এখনই ফের একবার সবকিছু বন্ধের পক্ষপাতি নয় রাজ্য।
ওমিক্রন এর বাড়বাড়ন্ত নিয়ে
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। এমনকি এই পরিস্থিতিতে রাজ্যের বুকে চালু থাকা স্কুল কলেজ গুলি খোলা রাখা উচিত কিনা, সেই বিষয়টিও নতুন করে পর্যালোচনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর তখন থেকেই সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে নতুন আতঙ্ক। ফের একবার বাংলায় লকডাউনের আতঙ্ক।
যদিও বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবার পূর্বে এই ব্যাপারে বাংলার মানুষকে এক প্রকার আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “করোনার কারণে অর্থনীতি প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল। এবার নতুন করে সবকিছু বন্ধের পথে গেলে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হবে। পরিস্থতি পর্যালোচনা করে সবদিক বিচার বিবেচনা করে তবেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
পর্যালোচনার প্রয়োজনীয়তা বোঝাতে তাঁর আরও মন্তব্য, “কোভিড প্রায় ছয় থেকে আট মাস ছিল না। তাই অনেক জায়গায় কোভিড হাসপাতালগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই আবারও সার্বিকভাবে পরিস্থিতি পর্যালোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।”