দুর্গাপুজোর পর রীতিমতো চিন্তা বাড়িয়েছিল রাজ্যের কোভিড গ্রাফ। আজ সাময়িক স্বস্তি!
ডেস্ক: কালীপুজোর আগে রাজ্যের কোভিড গ্রাফে আপাতত স্বস্তি। দুর্গাপুজোর পর যে ভাবে দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছিল, সোমবার তাতে খানিকটা হলেও স্বস্তি মিলল। এ দিন রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭২৫। তবে সংক্রমণের হার আগের দিনের থেকে কিছুটা বেড়ে হয়েছে ২.৪৯ শতাংশ।
বুলেটিনে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৬৭ জন কোভিডরোগী। মৃত্যু হয়েছে ৮ জনের। সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১৫০। এই সময়কালে নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ১১২টি।
সোমবার পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯৩ হাজার ৬৩৩, এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৬৬ হাজার ৩৩৮ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। অন্য দিকে, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ হাজার ১৪৬ জনের। মৃত্যুহার ১.২০ শতাংশ।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কলকাতায় (২০৫), দ্বিতীয় স্থানে আগের মতোই উত্তর ২৪ পরগনা (৯৪)। উলটো দিকে শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় সুস্থতা যথাক্রমে ২৩৫ এবং ১৩৯। মৃত্যু হয়েছে যথাক্রমে ১ এবং ২ জন কোভিডরোগীর। অন্যান্য জেলার মধ্যে ৫০-এর উপর নতুন আক্রান্তের সংখ্যা শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা (৭৯) এবং হাওড়ায় (৭৪)।
আরও পড়ুন: গড়িয়াহাট জোড়া খুন কাণ্ড: মুম্বই থেকে গ্রেফতার মূল অভিযুক্ত ভিকি হালদার ও তার সঙ্গী
উল্লেখযোগ্য ভাবে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা এক অংকে রেকর্ড করা হয়েছে আলিপুরদুয়ার (৪), কালিম্পং (২), উত্তর দিনাজপুর (২), মুর্শিদাবাদ (২), বীরভূম (৭), পুরুলিয়া (১) এবং পূর্বমেদিনীপুরে (৭)।