প্রথম পাতা খবর পুজোয় আঁটসাঁট নিরাপত্তা, কলকাতা বাদে জেলায় ১৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন

পুজোয় আঁটসাঁট নিরাপত্তা, কলকাতা বাদে জেলায় ১৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন

53 views
A+A-
Reset

দুর্গাপুজোয় ভিড় সামলাতে রাজ্য পুলিশের বিশেষ প্রস্তুতি। শুক্রবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করে এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানালেন, কলকাতা বাদ দিয়ে রাজ্যের জেলাগুলিতে ১৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকবে

ভিড় নিয়ন্ত্রণের কৌশল

  • মহালয়া থেকে বিসর্জন-কার্নিভাল পর্যন্ত কড়া নজরদারি চলবে।
  • প্রতিটি জেলায় ভিড়ের মাত্রা অনুযায়ী আলাদা পরিকল্পনা তৈরি করা হয়েছে।
  • প্রয়োজনে হেডকোয়ার্টার থেকে অতিরিক্ত বাহিনী পাঠানো হবে।
  • নিরাপত্তা ঘাটতি এড়াতে অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে, যাঁরা ভিড় ও যানবাহন নিয়ন্ত্রণে সাহায্য করবেন।

জাভেদ শামিম বলেন— “যে জেলায় যেমন ভিড় হয়, সেখানে তেমন ব্যবস্থা হচ্ছে। রাতে ঠাকুর দেখতে বেরনো মানুষ যাতে নিরাপদে ঘুরে আসতে পারেন, তা নিশ্চিত করবে পুলিশ।”

রেল অবরোধ কর্মসূচি নিয়ে পুলিশের বার্তা

২৫ সেপ্টেম্বর কুড়মি সমাজের ডাকা ‘রেল অবরোধ’ কর্মসূচি নিয়েও নিজেদের অবস্থান জানায় রাজ্য পুলিশ।

  • আদালতের নির্দেশ মেনে ব্যবস্থা নেওয়া হবে।
  • পুরুলিয়ার ব্যবসায়ীরা ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন।
  • জঙ্গলমহলের চার জেলায় বাহিনী মোতায়েন করা হয়েছে।
  • সিসিটিভির মাধ্যমে নজরদারি থাকবে, পরিস্থিতি সামলাতে প্রস্তুত পুলিশ।

বিশেষ সতর্কতা

রাজ্য পুলিশের বার্তা— “রাজ্যের বহু রোগী দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য ট্রেনে যান, ছাত্রছাত্রীরাও বাইরে পড়তে যান। তাঁদের কথা মাথায় রেখেই যাতায়াত ব্যবস্থাকে সচল রাখতে হবে।”

সার্বিক বার্তা

পুজোর ভিড় থেকে শুরু করে বিশেষ কর্মসূচি— সব ক্ষেত্রেই কঠোর নজরদারি চালাবে রাজ্য পুলিশ। ভিড় নিয়ন্ত্রণ থেকে যান চলাচল— প্রতিটি দিকেই থাকবে সতর্কতা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.