প্রথম পাতা খবর বিদেশি পর্যটনে দেশে দ্বিতীয় বাংলা, পর্যটনের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বিদেশি পর্যটনে দেশে দ্বিতীয় বাংলা, পর্যটনের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

26 views
A+A-
Reset

বিদেশি পর্যটকদের কাছে বাংলার আকর্ষণ ক্রমেই বাড়ছে। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের প্রকাশিত India Tourism Data Compendium 2025 অনুযায়ী, বিদেশি পর্যটকদের আগমনের নিরিখে দেশে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। পাহাড়, সমুদ্র, জঙ্গল ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মেলবন্ধন বাংলাকে যে বিশেষ পরিচিতি দিয়েছে, এই রিপোর্টে তা আরও স্পষ্ট হয়ে উঠল।

এই সাফল্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক্স হ্যান্ডেলে বার্তা দেন। তিনি বলেন, বাংলার প্রতিটি পর্যটনকেন্দ্র তার স্বকীয় সৌন্দর্য এবং আতিথেয়তার জন্য দেশ-বিদেশের ভ্রমণপ্রেমীদের মন জয় করছে। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন—“এই সাফল্য আমাদের গর্ব বাড়াল। পশ্চিমবঙ্গকে বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্য আরও জোরদার হবে।”

বাংলার পর্যটনের শক্তির জায়গা তার বৈচিত্র্যময় ভূপ্রকৃতি। একদিকে দার্জিলিং, কালিম্পং ও লেপচাখার মতো পাহাড়ি অঞ্চল প্রতি বছর বিপুল বিদেশি ভ্রমণকারীকে স্বাগত জানায়। অন্যদিকে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের রাজ্য ও বিশ্ব ঐতিহ্যের মর্যাদা থাকা ম্যানগ্রোভ অরণ্য আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম আকর্ষণ। দিঘা, মন্দারমণি, তাজপুরের সমুদ্রতট রাজ্যের পর্যটন মানচিত্রে আরও ভিড় টানে।

এছাড়াও শান্তিনিকেতনের সংস্কৃতিচর্চা, মুর্শিদাবাদের ইতিহাস, ঝাড়গ্রামের প্রাকৃতিক বনভূমি, পুরুলিয়া–বাঁকুরার লোকসংস্কৃতি—সব মিলিয়ে বাংলা আজ ভারতের অন্যতম ‘কমপ্লিট ট্যুরিজম প্যাকেজ।’

রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরই পর্যটন কাঠামো উন্নত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন পর্যটন এলাকা নতুন করে সাজানো, রাস্তাঘাট উন্নয়ন, তথ্যকেন্দ্র, নিরাপত্তা এবং পরিবহণ ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। এর পাশাপাশি পাহাড় ও গ্রামাঞ্চলে হোম স্টে উদ্যোগ দ্রুত বিস্তার লাভ করেছে। স্থানীয়দের আয় বৃদ্ধি ও পর্যটকদের জন্য থাকা-খাওয়ার উন্নত ব্যবস্থা—উভয় ক্ষেত্রেই হোম স্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পর্যটন দফতরের আধিকারিকদের মতে, সরকারি রিপোর্টে দ্বিতীয় স্থানে উঠে আসা শুধু রাজ্যের ট্যুরিজম ব্র্যান্ডিংকে আরও শক্তিশালী করবে না, আগামী দিনে বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক প্রচারও বাড়াবে। বাংলার এই সাফল্য রাজ্যকে ভারতের পর্যটন মানচিত্রে আরও দৃঢ় অবস্থান দেবে বলেই আশা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.