কলকাতা: বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের সুখবর! বৃহস্পতিবার (২১ ডিসেম্বর, ২০২৩) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি ৪ শতাংশ ডিএ (মহার্ঘ ভাতা) বৃদ্ধি করেছেন।
বড়দিন উপলক্ষে অ্যালেন পার্কে একটি অনুষ্ঠানে এ দিন উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ ৬৬৫ টাকা দেওয়া হয়েছিল ডিএ বাবদ। এরপর নতুন পে স্কেল অনুযায়ী, ৬ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে ২০১৯ সাল থেকে চার বছরে ৪ হাজার ১৪০ কোটি টাকা দেওয়া হয়েছে। আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে।’
আগামী ১ জানুয়ারি থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বর্ধিত হারে ডিএ পাবেন প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী। একইসঙ্গে মুখ্যমন্ত্রী একথাও উল্লেখ করেছেন যে এই ডিএ দিতে বাধ্য নয় রাজ্য সরকার। রাজ্যের জন্য এটা ঐচ্ছিক বিষয়। তবে সরকারি কর্মীরা এত পরিশ্রম করেন, সে কথা ভেবেই ডিএ বৃদ্ধি করা হচ্ছে। এই বৃ্দ্ধির জন্য রাজ্যের ২ হাজার ৪০০ কোটি টাকা খরচ হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, রাজ্যের ডিএ বেড়ে ১০ শতাংশ হলেও কেন্দ্রের সঙ্গে ফারাক হবে ৩৬ শতাংশ। এমনিতে, কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যে চলছে দীর্ঘ আন্দোলন। ফলে এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশি নন আন্দোলনকারীদের একটা বড় অংশ।