প্রথম পাতা খবর অ্যাডিনো নিয়ে ঢিলেমি নয়, টাস্ক ফোর্স গড়ল রাজ্য

অ্যাডিনো নিয়ে ঢিলেমি নয়, টাস্ক ফোর্স গড়ল রাজ্য

216 views
A+A-
Reset

কলকাতা: অ্যাডিনোভাইরাস নিয়ে উদ্বেগের মধ্যেই টাস্ক ফোর্স গড়ল রাজ্য। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এই টাস্ক ফোর্স রাজ্যে ছড়িয়ে পড়া অ্যাডিনোভাইরাসের পরিস্থিতি খতিয়ে দেখবে। তবে রাজ্য সরকারের দাবি, অ্যাডিনোর দাপট নিম্নগামী। কমেছে ‘রেফার রোগ’ও। তবু সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

শনিবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, আগে দিনে ৮০০-৯০০ জন অ্যাডিনো সংক্রমিত হচ্ছিল। বর্তমানে সেই সংখ্যা কমেছে অনেকটা। এখন দিনে ৫৫০-৬০০ টি অ্য়াডিনো সংক্রমণের খবর আসছে। শুধু শিশুরা নয়, অ্যাডিনো ভাইরাসে সংক্রমিত হচ্ছে বড়রাও। সতর্ক রয়েছে রাজ্যও। নজরদারিতে কমেছে রেফার করার সংখ্যাও। ফলে স্বাভাবিকভাবেই অ্যাডিনোয় মৃত্যুর হারও নিম্নমুখী। ফলে অকারণে প্যানিক না করে সতর্ক হতে পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

তিনি জানান, এই আটজনের বিশেষ টাস্ক ফোর্সে থাকবেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও। এছাড়াও থাকছেন বিশিষ্ট চিকিৎসক ডা. ঢালি।

রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট ১০ হাজার ৯৯৯ জন অ্যাডিনোতে আক্রান্ত হয়েছিল। তাঁর মধ্যে মৃতের সংখ্যা ১৯। এই তালিকার ১৩ জনের শরীরে কো-মর্বিডিটি ছিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.