কলকাতা: পড়ুয়াদের মিড-ডে মিলে এ বার দেওয়া হবে মুরগির মাংস। ডাল-ভাত-তরকারির সঙ্গে পড়ুয়াদের পাতে মুরগির মাংস তুলে দিতে বড়ো অঙ্কের অর্থ বরাদ্দ করছে রাজ্য সরকার।
জানা গিয়েছে, জানুয়ারি মাস থেকেই মুরগির মাংস খেতে পারবে পড়ুয়ারা বলে খবর। আর এই মুরগির মাংস মিলবে এপ্রিল মাস পর্যন্ত। জেলাশাসকদের উদ্দেশে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, মিড-ডে মিলে মুরগির মাস এবং ফল সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শীতের ছুটি কাটলেই পড়ুয়াদের পাতে পড়বে নতুন খাবার। সূত্রের খবর, মিড ডে মিলে মুরগির মাংস, ফলের জন্য ৩৭২ কোটি টাকা বরাদ্দ রাজ্যের। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ করছে রাজ্য সরকার। কোন জেলায় কত টাকা বরাদ্দ করা হবে, তার তালিকা প্রকাশ করা হবে। কীভাবে প্রকল্প কার্যকরী করা হবে, তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।