কলকাতা: কথা অনুযায়ী কাজ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়ে গেল ১০০ দিনের কাজের টাকা দেওয়া। সোমবার (২৬ ফেব্রুয়ারি) থেকে ১ মার্চ এই পাঁচদিন ধরে মেটানো হবে একশো দিনের বকেয়া টাকা।
সম্প্রতি রেড রোডের ধরনা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার দিয়ে দেবে। কেন্দ্রীয় সরকার যে টাকা বকেয়া রেখেছে সেই টাকা রাজ্য সরকার দেবে। জানা গিয়েছে, মোট ২৩ টি জেলার জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা প্রদানের কাজ শুরু করবে রাজ্য সরকার।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ২৩টি জেলার জব কার্ড হোল্ডারদের জন্য মোট বরাদ্দ হয়েছে ২ হাজার ৬৫০ কোটি ৬০ লক্ষ ১৮ হাজার ৪৯ টাকা। ২৩ জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা একাই পাচ্ছে ৩৪৬ কোটি ১২ লাখ ৭৫ হাজার ৫০৪ টাকা। আর দক্ষিণ ২৪ পরগনবার মধ্যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কেন্দ্র। দ্বিতীয় স্থানে আছে পশ্চিম মেদিনীপুর জেলা। পাচ্ছে ২৮১ কোটি ১৩ লক্ষ ৯ হাজার ৮২৭ টাকা। তৃতীয় স্থানে রয়েছে কোচবিহার। ২২১ কোটি ৯১ লক্ষ ২৮৭ টাকা পাচ্ছে।
প্রসঙ্গত, কলকাতায় ধরনা মঞ্চ থেকে একশো দিনের প্রাপকদের টাকা মেটানোর ব্যাপারে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই সরকারি ভাবে একশো দিনের কাজের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়। কিছুদিনের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে টাকা ফেরতের ব্যাপারে জানানো হয়। এরপরেই জেলায় জেলায় শুরু করা হয় প্রাপকদের নথি যাচাইয়ের কাজ।