আবারও তাপপ্রবাহের সর্তকতা, এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে ৪ ডিগ্রি

কলকাতা: আবারও তাপপ্রবাহের সর্তকতা বাংলায়। আগামীকাল শনিবার থেকে রাজ্যের কয়েকটি জেলায় তাপপ্রবাহ শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হবে । এই জেলাগুলি হল বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। একই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও অস্বস্তি বজায় থাকবে।

গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আর্দ্রতাজনিত গরম এবং অস্বস্তি চলছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও গরম থেকে নিস্তার মেলেনি। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়ে দিল, আগামী কয়েক দিনেও পরিস্থিতি বদলের কোনও আশা নেই। উল্টে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে

স্বস্তির খবর, আগামী বৃহস্পতিবারের পর থেকে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। তবে কলকাতায় নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশের কোনও সম্ভাবনা নেই। ১২ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কলকাতায় প্রবেশের সম্ভাবনা খুব কম।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক