কলকাতা: বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নিম্নচাপে। শনিবার তা উত্তর বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করতে পারে। শুক্রবার বিকেল থেকেই বদলে গিয়েছে আবহাওয়া। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাত শুরু হয়েছে।
এই ঘূর্ণাবর্তের জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। অন্য দিকে, রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাত। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
অন্য দিকে, শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রবিবার তুলনামূলকভাবে কিছুটা বৃষ্টি হতে পারে। ও দিকে, আন্দামান সাগর এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এই সময়ে।