কলকাতা: এক ধাক্কায় শীত কমল বেশ খানিকটা। আপতত রাজ্যে পারদ পতনের সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা তাপমাত্রা বৃদ্ধি পাবে। সোমবার থেকে ফের নিম্নমুখী হতে পারে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রিরও বেশি বেড়েছে। আগামীকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।
সকালে হালকা কুয়াশা এবং পরে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভবনা বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহবিদরা।
আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেও আবহবিদরা জানিয়েছেন। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যেই থমকে গিয়েছে পারদের ওঠা নামা। কয়েকটি জেলায় পারদ ঊধর্বমুখী। অবশ্য দার্জিলিং-কার্শিয়াঙের মতো জেলাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আজ থেকে হালকা বৃষ্টি হবে সিকিমে । ১৪ এবং ১৫ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়।