প্রথম পাতা খবর শেষ হাসি কার? কড়া নিরাপত্তায় আজ রাজ্যের ৪২ লোকসভা আসনের ভোটগণনা

শেষ হাসি কার? কড়া নিরাপত্তায় আজ রাজ্যের ৪২ লোকসভা আসনের ভোটগণনা

386 views
A+A-
Reset

কলকাতা: মঙ্গলবার দেশে লোকসভা নির্বাচনের গণনা। বাংলার ৪২টি আসনেও গণনা একইসঙ্গে। তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। চলছে কড়া নজরদারি।

এবারের ভোটে পরিচিতি ও হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি রয়েছেন একগুচ্ছ নতুন মুখও। প্রত্যেক দলের প্রার্থী তালিকাতেই দেখা গিয়েছে নতুন ও পুরনো মুখের মিশেল। কেউ লড়ছেন ফের একবার সাংসদ হওয়ার জন্য, তো কেউ আবার প্রথমবার সংসদে পা রাখার জন্য। তাঁদের প্রত্যেকেরই রেজাল্ট আউট এদিন।

আজ রাজ্যের ৪২টি আসনের গণনা হচ্ছে মোট ৫৫টি গণনাকেন্দ্রে। মোট ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে গণনার গড় রাউন্ড ১৭। এর মধ্যে সবচেয়ে বেশি গণনা হবে ২৩ রাউন্ড। আর সবচেয়ে কম ভোট গণনার রাউন্ড ৯।

গণনা কেন্দ্রগুলিকে ত্রিস্তরীয় নিরাপত্তায় চারদিক মুড়ে ফেলা হয়েছে। গণনা কেন্দ্রের ভিতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, বাইরে মোতায়েন রাজ্য পুলিশ। সিসি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। নির্বাচনের কাজে যুক্ত কর্মী ও আধিকারিক ছাড়া সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাজ্যের প্রতিটি গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। প্রথম স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। দ্বিতীয় স্তরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। শেষ স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকছেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকেরা।

ভোট গণনা পর্বের প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। সব শেষে হবে ইভিএম গণনা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.