কলকাতা: শনিবার রাজ্যের কয়েকটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সারাদিনই বৃষ্টি দেখেছে রাজ্য। শনিবারেও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায়। রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুত্ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমবে।
কোচবিহার, আলিপুরদুয়ারের দু’একটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি, উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুইয়ের প্রভাবেই বৃষ্টি চলবে রাজ্যে।
ভারী বর্ষণের প্রভাবে দার্জিলিং, কালিম্পঙে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। অবিরাম বৃষ্টির ফলে নিচু এলাকায় জল জমতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। সোমবারের পর কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর আবার খেল দেখাতে পারে বর্ষা।