শনিবার নির্বাচন এবং সোমবারের পুনর্নির্বাচনের পর মঙ্গলবার পঞ্চায়েতের ভোটগণনা। ব্যালট বাক্স খুলতেই রাজ্যের শাসক দল তৃণমূলের লম্বা লাফ। প্রাথমিক প্রবণতা বলছে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে সবুজ ঝড়েরই ইঙ্গিত।
রাজ্যে মোট পঞ্চায়েত আসন- ৬৩,২২৯। এর মধ্যে ৮,০০২টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৭,৯৪৪টি আসনে। দু’টি আসনে জয়ী বিজেপি। তিনটি আসনে জয়ী সিপিএম। অন্য প্রার্থীরা জয়ী ৫৩টি আসনে।
পঞ্চায়েত সমিতির আসন- ৯,৭৩০। এর মধ্যে ৯৯১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৯৮১টি আসনে। অন্যরা জিতেছে ১০টি আসনে।
জেলা পরিষদ আসন- ৯২৮। তবে জেলা পরিষদের ৯১২টি আসনে গণনা হবে। কারণ ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল।
গণনা শুরু হতে না হতেই বিভিন্ন জায়গায় আবিরখেলা শুরু তৃণমূলের। পাশাপাশি, বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে কিছু জেলায়।