কলকাতা: প্রাথমিকে নতুন করে শিক্ষক নিয়োগে বড়োসড়ো প্রস্তুতি প্রাথমিক শিক্ষা পর্ষদের। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির বৈঠক হয়। সূত্রের খবর, স্থির হয়েছে ডিসেম্বরের মধ্যেই রাজ্যে নতুন করে প্রাথমিকে টেট নেওয়া হবে।
রাজ্যে সেপ্টেম্বরের মধ্যে টেট করাতে হবে বলে একটি নির্দেশে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এত দ্রুত পরীক্ষা আয়োজন সম্ভব নয়। এ দিন কমিটির তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেপ্টেম্বরের মধ্যে টেট করানো সম্ভব হচ্ছে না। এ কথা আদালতকে জানাবে পর্ষদ।
এ দিনের বৈঠকে পৌরহিত্য করেন সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গৌতম পাল। বৈঠকে ঠিক হয়েছে, চলতি বছরই ফের প্রাথমিক টেটের আয়োজন করা হবে। পুজোর মধ্যেই টেট আয়োজনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। পুজোর পরই জানা যাবে চূড়ান্ত দিনক্ষণ। পরীক্ষা হবে ডিসেম্বরের মধ্যে। আগামী বছরের শুরুতে শেষ হবে নিয়োগপ্রক্রিয়া।
প্রসঙ্গত, তৃণমূল আমলে এর আগে তিনবার টেট হয়। ২০১২, ২০১৪, ২০১৭ সালে টেট পরীক্ষা নেয় পর্ষদ। তবে এনসিটিই-র গাইডলাইনে বলা হয়েছে, প্রত্যেক বছর টেট পরীক্ষা নিতে হবে। আদালতের নির্দেশেও সে কথা বলা হয়েছে। সেই মতোই প্রস্তুতি নিচ্ছে পর্ষদ।
আরও পড়ুন: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উদ্ধার ১১ কেজি সোনা, বাজারদর প্রায় ৫ কোটি টাকা