কলকাতা: শনিবার সকাল থেকেই মেঘ-রোদের খেলা। এর আগে নিম্নচাপের জেরে কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হলেও শুক্রবার শুকনোই ছিল দক্ষিণবঙ্গের আবহাওয়া। তবে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পরিমাণ কমলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে না। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিসের মতে, গভীর নিম্নচাপ রাজ্য থেকে অনেকটা দূরে সরে গেছে, তাই ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জেলায় জেলায়।
এ দিন পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও হালকা বৃষ্টি হবে। রবিবারও বৃষ্টি হবে জেলায় জেলায়।