সোমবার শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে স্কুল ও কলেজ খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ডেস্ক: আগামী ১৬ নভেম্বর থেকেই স্কুল খুলছে রাজ্যে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোমবার রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে রয়েছেন মমতা। সেখান থেকেই তিনি এ দিন সরকারি-বেসরকারি স্কুল, কলেজ খোলার কথা ঘোষণা করেন। মুখ্যসচিবকে বলেন, উৎসবের মরশুম শেষ হয়ে গেলে স্কুল, কলেজ খোলার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে।
করোনা মহামারির কারণে বহু দিন ধরেই রাজ্যে বন্ধ স্কুল, কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। কবে খুলবে, স্কুল তা নিয়ে আগ্রহ বাড়ছিল ছাত্র ও অভিভাবক মহলে। এ দিন মুখ্যসচিবকে দেওয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পষ্ট হল, জগদ্ধাত্রী পুজোর পরই স্কুল খুলবে রাজ্যে।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়
উল্লেখ্য, এর আগে গত ২৩ আগস্ট সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর ছুটি শেষ হলেই রাজ্য স্কুল খুলবে। দুর্গাপুজোর পরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রবিবার বলেন, “কোভিড পরিস্থিতির উপর নির্ভর করছে স্কুল-কলেজগুলো খোলার বিষয়টা। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে চাই। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী যে ভাবে পরামর্শ দেবেন, আমরা সেই মতোই পদক্ষেপ নেব। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে সবচেয়ে ভালো বোঝেন মুখ্যমন্ত্রী, তাঁর নির্দেশ মেনেই পদক্ষেপ নেওয়া হবে”।