প্রথম পাতা খবর ভিনরাজ্যে বাঙালি হেনস্তা থেকে অপরাজিতা বিল— সেপ্টেম্বরের গোড়ায় তিনদিনের বিশেষ অধিবেশন বিধানসভায়

ভিনরাজ্যে বাঙালি হেনস্তা থেকে অপরাজিতা বিল— সেপ্টেম্বরের গোড়ায় তিনদিনের বিশেষ অধিবেশন বিধানসভায়

88 views
A+A-
Reset

পুজোর মুখে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এবার বিশেষ অধিবেশন বসছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বরের ১, ২ ও ৪ তারিখ তিনদিন ধরে চলবে এই অধিবেশন। করমপুজোর জন্য ৩ তারিখ সরকারি ছুটি থাকায় সেদিন বিধানসভা বন্ধ থাকবে।

এই অধিবেশনের অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে ভিনরাজ্যে বাঙালি হেনস্তা। সম্প্রতি কাজের সূত্রে বাইরে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার অত্যাচারের অভিযোগ উঠছে। বাংলায় কথা বললেই তাঁদের ‘বাংলাদেশি’ আখ্যা দেওয়া হচ্ছে, এমনকি সন্দেহের বশে ‘পুশব্যাক’-এর ঘটনাও ঘটছে। এনিয়ে রাজ্যের শাসকদল ইতিমধ্যেই বড়সড় প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘শ্রমশ্রী প্রকল্প’ অনুযায়ী, আক্রান্ত পরিযায়ীরা রাজ্যে ফিরে এলে একবছর পর্যন্ত মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন। এবার এই বিষয়েই বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার।

শুধু বাঙালি হেনস্তাই নয়, এসআইআর-এর বিরোধিতা এবং ‘অপরাজিতা বিল’ নিয়েও আলোচনা হতে পারে অধিবেশনে। উল্লেখ্য, নারীর উপর অত্যাচার রুখতে ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব সম্বলিত অপরাজিতা বিল বিধানসভায় পাশ হলেও, রাজ্যপাল তা সই না করে ফেরত পাঠিয়েছেন। সেই ইস্যুতেও তৃণমূল বিজেপির মুখোমুখি সংঘাতের সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, বাঙালি হেনস্তা, নারীর নিরাপত্তা ও কেন্দ্র-বিরোধী আন্দোলন— একাধিক রাজনৈতিকভাবে সংবেদনশীল ইস্যুতে গরম হতে চলেছে সেপ্টেম্বরে বিধানসভা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.