প্রথম পাতা খবর কলকাতা পুরভোট: বহিরাগত নিয়ে কঠোর সিদ্ধান্ত কমিশনের

কলকাতা পুরভোট: বহিরাগত নিয়ে কঠোর সিদ্ধান্ত কমিশনের

279 views
A+A-
Reset

এবার কলকাতা পুরসভা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার ব্যাপারে বেশ কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। যার মধ্যে একটা হল নির্বাচন ক্ষেত্রে বহিরাগতদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা।

রাজ্যের সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসে নির্বাচনের দিন বাইরের লোকেরা ঢুকে অশান্তি বাঁধানোর অসংখ্য নজির রয়েছে। আর সেই সব ঘটনার অভিজ্ঞতার ভিত্তিতেই কমিশনের এই সিদ্ধান্ত।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার কলকাতা পুর নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে কলকাতা পুর এলাকায় সব বুথে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এমনকি এবার পুরভোটে রাজনৈতিক দলের এজেন্ট দেরও হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা।

রাজ্য বিধানসভা ভোটেও একই রকমের ব্যবস্থা নিতে দেখা গিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। এবার কলকাতা পুরভোটে নিরাপত্তার ব্যবস্থার ক্ষেত্রেও সেই পন্থাই গ্রহণ করছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.