প্রথম পাতা খবর পশ্চিমবঙ্গ থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জন্য পরিচয়পত্র দেবে রাজ্য

পশ্চিমবঙ্গ থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জন্য পরিচয়পত্র দেবে রাজ্য

239 views
A+A-
Reset

পশ্চিমবঙ্গ থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জন্য সচিত্র পরিচয়পত্র দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। শ্রম দফতর সূত্রে খবর, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিচয়পত্রের নকশা তৈরির কাজ চলছে। কার্ডে শ্রমিকের ছবি, নাম, ঠিকানা-সহ অন্যান্য তথ্য উল্লেখ থাকবে। নকশা প্রস্তুত হলে তা রাজ্যের ‘কর্মসাথী’ পোর্টালে আপলোড করা হবে।

কোভিডপর্বে গড়ে ওঠা এই পোর্টাল শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্য নির্দিষ্ট। নাম নথিভুক্ত করলেই শ্রমিকরা অনলাইনে তাঁদের পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। শ্রম দফতর জানিয়েছে, শুধু অনলাইনে কার্ড দেওয়া নয়— এ বিষয়ে শ্রমিকদের অবহিত করতে আলাদা প্রচার চালানো হবে।

প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্রের দাবি তুলেছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও। তাঁর মতে, কার্ডে শ্রমিকের জেলা, ব্লক ও থানার নাম উল্লেখ থাকলে বাইরের রাজ্যে তাঁদের হেনস্থার সম্ভাবনা কমবে। রাজ্য সরকারের হিসাবে, বর্তমানে প্রায় ২২ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন, আর বাইরের রাজ্যের প্রায় দেড় কোটি মানুষ জীবিকার জন্য এই রাজ্যে আসেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.