প্রথম পাতা খবর বাংলার মুকুটে নয়া পালক! উৎসশ্রী পোর্টাল পেল স্কচ সিলভার পুরস্কার

বাংলার মুকুটে নয়া পালক! উৎসশ্রী পোর্টাল পেল স্কচ সিলভার পুরস্কার

354 views
A+A-
Reset

কলকাতা: বাংলার মুকুটে নয়া পালক। স্কুল শিক্ষক-শিক্ষিকাদের বদলির জন্য তৈরি হওয়া ‘উৎসশ্রী’ পোর্টাল পেল স্কচ (SKOCH) সিলভার পুরস্কার।

বদলি ব্যবস্থায় স্বচ্ছতা ও দ্রুততা আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই পোর্টালটি চালু হয়। ২০২১ সালের ২ আগস্ট রাজ্যে চালু হয়েছিল ওই পোর্টাল। স্কচ সিলভার পুরস্কার পেয়ে ভীষণ খুশি স্কুলশিক্ষা দফতর।

উল্লেখ্য, কোনও শিক্ষক বা শিক্ষিকা এই পোর্টালের মাধ্যমে বাড়ির কাছাকাছি বা সুবিধামতো স্কুলে বদলির জন্য আবেদন জানাতে পারেন। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, সব স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই আবেদন করতে পারেন এই পোর্টালের মাধ্যমে। ওই পোর্টালের মাধ্যমে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মিউচ্যুয়াল, জেনারেল ও স্পেশাল গ্রাউন্ডে বদলি মিলিয়ে ৩০ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা সুফল পেয়েছেন।

পোর্টালটি চালুর সময়েই বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছিল, যেমন কেউ ৫ বছর চাকরি করার পরই আবেদন করতে পারবেন। একবার বদলির পর পরবর্তী ৫ বছরের আগে ফের আবেদন করা যাবে না। কোনও শিক্ষক যদি একবার বদলি সুযোগ পেয়েও তা গ্রহণ না করে থাকেন, তাহলে তিনি আর সুযোগ পাবেন না ইত্যাদি।

আরও পড়ুন: এ বার হাওড়ার শিবপুর থেকে উদ্ধার কোটি কোটি টাকা, সোনা-হিরে!

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.