কলকাতা: উত্তুরে হাওয়া বইছে। দু’দিন ধরে সকাল-সন্ধ্যে শীতের আমেজ। আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছুটা পারদ নামবে। কালীপুজোতেও শীতের আমেজ বজায় থাকবে। ভাইফোঁটাতেও আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী কয়েকদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
হাওয়া অফিসের মতে, কলকাতার তাপমাত্রা ভাইফোঁটা পর্যন্ত সর্বনিম্ন ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব টের পাওয়া যাবে। জেলায় জেলায় পরিষ্কার আকাশ থাকবে। নামবে তাপমাত্রা।