কলকাতা: বৃষ্টির পর ফের শীতের দাপট। সঙ্গে ঘন কুয়াশার সর্তকতা। কুয়াশা কেটে গেলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় সামান্য বৃষ্টি।
মেঘ কাটিয়ে রোদ উঠতেই রাজ্যে ব্যাট হাঁকিয়েছে শীত। নতুন করে ইনিংস শুরু করছে। তাপমাত্রা কমল কয়েক ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি কম। সর্বনিম্ন ১৫.২ ডিগ্রি। ২৩ জানুয়ারির পর তাপমাত্রা আরও সামান্য কমার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। কুয়াশার সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন কিছু এলাকায়। সকালে কলকাতা-সহ কিছু জায়গায় ঝিরঝিরে বৃষ্টি। তবে বিকেলের পর মূলত শুষ্ক আবহাওয়া। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
উত্তরবঙ্গে এ দিন সকালে মেঘলা আকাশ ও কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মাত্র দু-একটি জেলায়। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। সিকিমে তুষারপাত হতে পারে।