কলকাতা: রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। তবে বেলা গড়ালে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে। সেখান থেকেই একটি অক্ষরেখা উত্তর পূর্ব উত্তরপ্রদেশ প্রযন্ত বিস্তৃত হয়েছে। যার জেরে লক্ষ্মীপুজোয় ভিজবে দক্ষিণবঙ্গ। দুর্যোগ উত্তরবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতরের মতে, মূলত মেঘলা আকাশ থাকবে। দুপুরের দিকে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ও দিকে ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।
অর্থাৎ, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বেশি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ঘূর্ণাবর্তের কারণে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তরপ্রদেশ পর্যন্ত। সেই অক্ষরেখার কারণে এখনই বর্ষা বিদায় নিচ্ছে না বাংলা থেকে। এ দিনের দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে।
আরও পড়ুন: কখনও কাঁসর, কখনও ঢাক বাজালেন, কার্নিভালে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী