কলকাতা: ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সাত জেলায় হতে পারে ভারী বৃষ্টি।
সোমবার সকাল থেকেই কলকাতা এবং আশেপাশের জেলায় বৃষ্টি ঝরেই চলেছে। তা তা ঝিরঝিরে। হাওয়া অফিসের মতে, আজ (সোমবার) এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তাল থাকবে সমুদ্রও। যে কারণে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এ ছাড়া পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
এ দিন জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবারের পর বুধবারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
আরও পড়ুন: ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতাল থেকে ছাড়া পাবেন কবে