কলকাতা: বৃষ্টি থামার লক্ষণ নেই। সোমবারের পর মঙ্গলেও আকাশে কালো মেঘের ঘনঘটা। কোথাও কোথাও ঝেঁপে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত দু’-তিন দিন পরিস্থিতি বদলানোর খুব একটা সম্ভাবনা নেই। কারণ, নিম্নচার এখনও ঝাড়খণ্ডের কাছে অবস্থান করছে। আর সেই নিম্নচাপ এখনই সরে যাওয়ার সম্ভাবনা নেই।
এ দিন সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি চলেছে কলকাতা-সহ জেলায় জেলায়। এর পর ঝেঁপে বৃষ্টি নেমেছে বেলা গড়াতেই। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়।
বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে বৃষ্টির সতর্কতা তো রয়েইছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। বেশ কয়েকটি জেলাতে জারি হয়েছে কমলা সতর্কতা।