কলকাতা: ধাপে ধাপে নামছে তাপমাত্রার পারদ। এরই মধ্যে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটিও। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন কলকাতার তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। জেলাগুলিতেও শীতের আমেজ অব্যাহত থাকবে।
রাজ্যে বাধাহীনভাবে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আর সেই কারণেই নামছে পারদ। রবিবার ছুটির দিন আরও নামতে পারে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই শীতের আমেজ। মোটের উপর উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই জাঁকিয়ে পড়তে চলেছে ঠান্ডা।
শুক্রবার সামান্য বাড়লেও শনিবার ফের পারদ পতন। ১৬.৭ ডিগ্রিতে নামল তাপমাত্রার পারদ। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমের জেলাগুলিতে ধীরে ধীরে জাঁক দিতে শুরু করেছে শীত। বেশ কিছু জেলায় ভোরবেলা গভীর কুয়াশার চাদরও দেখা যাচ্ছে।
অন্য দিকে,আপাতত উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে পশ্চিমবঙ্গে কোনো প্রভাব পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়।