কলকাতা: কার্তিক মাসে হেমন্তের মনোরম আবহাওয়া নিয়েই এখন দিন কাটছে কলকাতাবাসীর। সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ। এই আবহাওয়া আরও মনোরম হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই সকালে শীতের আমেজ থাকবে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করবে শহরে। নামবে তাপমাত্রার পারদ। অবশ্য এখনই হেমন্তের পরশে শীতের আমেজ পাচ্ছে শহরবাসী। আর কেবলমাত্রা কলকাতার বাসিন্দারাই নয়, মনোরম আবহাওয়া জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সকালে শিরশিরানি অনুভূত হচ্ছে।
শহর কলকাতায় এখন পরিষ্কার রোদ ঝলমলে আকাশ। দিনের ও রাতের তাপমাত্রায় আগামী কয়েক দিন উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। সদ্য শুরু নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কমতে শুরু করলেই শুষ্ক হিমেল ভাব আরও বেশি করে অনুভূত হবে। আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ায় ক্রমশ কমবে তাপমাত্রা।
গত শনিবার (৩০ অক্টোবর) শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (৩১ অক্টোবর) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় তাপমাত্রার পারদ কিছুটা হলেও বেড়েছে। সোমবার অর্থাৎ অক্টোবরের শেষদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।
আরও পড়ুন: ‘এখন ভালো কাজ করছে’, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়