বিভিন্ন প্রান্তে সক্রিয় রয়েছে বর্ষার প্রভাব। কলকাতায় শুক্রবার দিনভর মেঘলা আকাশ আর মাঝেমধ্যেই বৃষ্টি তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামিয়ে দেয়। শনিবারও একই আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তার পর কয়েকদিন বৃষ্টি কমতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি ফিরতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত শহরে বৃষ্টির ঘাটতি ছিল প্রায় ২৫%। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কলকাতায় ১৮.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৭ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
- কলকাতার মতো হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় শনিবার মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- বৃষ্টির জেরে গরমের দাপট আপাতত কম থাকলেও, রবিবার থেকে বৃষ্টি কমে গেলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
- ডুয়ার্স এলাকায় নদী-নালা ফুলে ওঠার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও এড়ানো যাচ্ছে না।
- উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মালদহেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বুধবার বা বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা ঘনীভূত হয়ে ডিপ্রেশনে রূপ নিতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ফের বৃষ্টিপাত শুরু হবে বলে আশঙ্কা।