কলকাতা: উঠছে-নামছে তাপমাত্রার পারদ। আগের দিনের চেয়ে রবিবার সামান্য বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। তবে আগামী ১০ জানুয়ারির পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। যেখানে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
আগামী সপ্তাহের শেষের দিকে ফের তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের কাছাকাছি যেতে পারে বলে জানা যাচ্ছে। তখন হয়ত কিছুটা শীত অনুভূত হবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার তুলনায় আরও কিছুটা কম থাকবে। তার ফলে সেখানে তুলনায় বেশি শীত অনুভূত হবে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানাচ্ছেন, ‘‘উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা হাজির হচ্ছে। তার ফলে উত্তুরে হাওয়ার স্বাভাবিক ছন্দ বিগড়ে গিয়েছে। উত্তুরে হাওয়া পূর্ব ভারতে জোরালো ভাবে বয়ে আসতে পারছে না বলেই তীব্র শীত মিলছে না। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত এমন পরিস্থিতি চলবে বলেই মনে হচ্ছে।’’