কলকাতা: ভ্য়াপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। কোথাও কোথাও তাপপ্রবাহের মতো পরিস্থিতি। এরই মধ্যে চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর! তবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আজ (সোমবার) এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র এ রকম ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। এমনকী, সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এ দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। বুধবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি জারি থাকবে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
এর পর বুধবার ভোল বদলাতে পারে আবহাওয়া। ওই দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে, তবে তাপপ্রবাহও চলবে।
তার পরে বৃহস্পতিবারেও রাজ্য জুড়ে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আই দিন বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়াও এদিন গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে, এর সঙ্গে বর্ষার বৃষ্টির কোন সম্পর্ক নেই বলে অনুমান আবহাওয়াবিদদের।