কলকাতা: আজ, রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের তিন জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুরদুয়ার আবহাওয়া দফতর।
এ দিন রাজ্যের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণেরও পূর্বাভাস রয়েছে। তবে আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আজ উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলা মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।