দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও উত্তরবঙ্গের দুর্যোগে বিরাম নেই। মৌসুমি অক্ষরেখার প্রভাবে চলতি সপ্তাহেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’দিন উত্তাল থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর, তাই মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা ফরিদকোট, লুধিয়ানা, নাজিবাবাদ, শাহজাহানপুর, বালিয়া, জলপাইগুড়ি হয়ে পূর্ব-উত্তর পূর্ব অরুণাচল পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যা উত্তর ও দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। উত্তরের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বুধবার একই পরিস্থিতি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কোনও সতর্কতা জারি হয়নি।
সমুদ্রে সোমবার ও মঙ্গলবার কোনও সতর্কতা নেই, তবে বুধবার ও বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ৫৫ কিমি পর্যন্ত হতে পারে। ওই সময় সমুদ্র উত্তাল থাকতে পারে।
উত্তরবঙ্গে সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার উত্তর দিনাজপুরে, বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে টানা তিন দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতা জারি হয়েছে।