প্রথম পাতা খবর বৃষ্টি আসছে বাংলায়! দাবদাহ কাটার ইঙ্গিত হাওয়া অফিসের

বৃষ্টি আসছে বাংলায়! দাবদাহ কাটার ইঙ্গিত হাওয়া অফিসের

223 views
A+A-
Reset

দীর্ঘ তীব্র গরমের পরে অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে এখনই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢোকার পরিবেশ তৈরি হয়নি। আবহাওয়াবিদদের মতে, আরও ২-৩ দিন পরে পরিস্থিতি অনুকূল হতে পারে।

উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি চরমে। পশ্চিমের জেলাগুলি শুষ্ক। মৌসুমী বায়ু এখন উত্তরবঙ্গের কাছাকাছি। শনিবার থেকে তা সক্রিয় হয়ে মধ্য ও পূর্ব ভারতে ঢুকতে পারে বলে পূর্বাভাস।

বৃহস্পতিবার থেকে ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও হতে পারে হালকা বৃষ্টি।

উত্তরবঙ্গে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টি চলবে।

সপ্তাহান্তে কিছুটা নামবে তাপমাত্রা, ফলে মিলতে পারে স্বস্তি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.